হাওযা নিউজ এজেন্সি, আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মদ সাইদি সাংবাদিকতা দিবসের বার্তায় বলেন, সাংবাদিকরা সত্যের মুখপাত্র, দূরদর্শী, প্রজ্ঞাবান ও দৃঢ়সঙ্কল্পবান ব্যক্তিত্ব, যারা আধিপত্যবাদী শক্তির মুখোশ উন্মোচন করেন। তাদের কলম ও পদক্ষেপ সত্যকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মৌলিক ভূমিকা পালন করে।
আয়াতুল্লাহ সাইদি বলেন, আজ যখন ইসলাম ও ইসলামী ব্যবস্থার শত্রুরা সর্বশক্তি দিয়ে সত্য বিকৃতি ও গণমাধ্যমের মাধ্যমে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তখন সাংবাদিকদের দায়িত্ব বহুগুণ বেড়ে গেছে। তারাই সেই সাংবাদিক, যারা ইসলামী বিপ্লবী সর্বোচ্চ নেতার ঘোষিত “জিহাদে তাবইন”–এর ময়দানে প্রথম সারিতে দাঁড়িয়ে আছেন।
তিনি শহীদ মাহমুদ সারেমি ও গাজায় শহীদ হওয়া নিপীড়িত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বলেন, দেশের বিপ্লবী ও সচেতন সাংবাদিকরা শত্রুর গণমাধ্যমি আগ্রাসন ব্যর্থ করে দিয়ে ইসলামী বিপ্লবের ফসল ও আশার বার্তা বিশ্বব্যাপী পৌঁছে দিচ্ছেন।
শেষে আয়াতুল্লাহ সাইদি সকল সাংবাদিকের সুস্বাস্থ্য, সম্মান এবং তাদের দায়িত্ব ও বার্তা পালনে আরও সাফল্যের জন্য প্রার্থনা করেন।
আপনার কমেন্ট